সিলেটের বিশ্বনাথে দুইটি ভ্যানগাড়ী ও ৭টি চোরাই নলকূপসহ পেশাদার দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছে সাধারণ জনতা।
আজ বৃহস্পতিবার (২ রা সেপ্টেম্বর) উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় চোরাই মালামাল একে অন্যকে সমজিয়ে দিচ্ছিল এই দুই চোর।
আটক দুই চোর হলেন উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত তাহিদুর রহমানের ছেলে কাওছার আহমদ (১৮) ও হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মৃত জয়নাল উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (২৫)।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জব্দ করা হয় সাতটি নলকুপ ও দুটি ভ্যানগাড়ি।
এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ থানার সাব-ইন্সপেক্টর সাইফুল মোল্লা বলেন, গ্রেফতার দুজনই পেশাদার চোর। নলকূপ ও ঠেলাগাড়ি জব্দ করা হয়েছে। এবং মামলা নেয়া হচ্ছে তাদের বিরুদ্ধে।