আজ বুধবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশেও দিবসটি যথাযথভাবে পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘লিটারেসি ফর হিউম্যান-সেন্টার্ড রিকভারি: ন্যারোয়িং দ্যা ডিজিটাল ডিভাইড’।
দিবসটি উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, উপজেলা উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য অফিসার সনজিত চন্দ্র সরকার।
এসময় উপস্হিত ছিলেন ৫নং দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. দবির মিয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ।