ফারুক আহমদঃ করোনা ভাইরাসের সংকঠকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও দৌলতপুর ইউনিয়নের ৫৫০ টি অসহায়-হতদরিদ্র পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান পেয়েছেন।
আজ বোধবার (৭ জুলাই) দুপুর ১২ টায় বিশ্বনাথের লামাকাজী ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান হিসাবে ২৭৫ টি পরিবার জনপ্রতি নগদ ১ এক হাজার টাকা করে মোট ২ লক্ষ ৭৫ হাজার টাকা ও দুপুর ২ টায় দৌলতপুর ইউনিয়ন পরিষদে ২৭৫ টি পরিবার জনপ্রতি নগদ ১ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ বিতরণ করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।
নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমীর আলী, লামাকাজি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাজান্সি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম, মেম্বার ফয়ছল আহমদসহ প্রমুখ।