সিলেটের ফেঞ্চুগঞ্জে স্যার এনাম ইসলাম ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও নিজ ছত্তিশ সবুজ কুঁড়ি ক্লাবের আয়োজনে প্রাইজমানি এন্ড প্রাইজমানি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের নিজ ছত্তিশ জামে মসজিদ সংলগ্ন মাঠে এক জমকালো আয়োজনে মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় ও নিজ ছত্তিশ সবুজ কুঁড়ি ক্লাবের আহবায়ক কালাম রাজা সাহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্যার এনাম ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ডিরেক্টর ইন অপারেশন জুবেদ আহমদ চৌধুরী শিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেন, স্যার এনাম ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ডিরেক্টর আবুল কালাম আজাদ, স্যার এনাম ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ডিরেক্টর খোকনুর রহমান খোকন, স্যার এনাম ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ডিরেক্টর রফিকুল ইসলাম, স্যার এনাম ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ডিরেক্টর কাবুল আহমদ শাহ, ফেঞ্চুগঞ্জ বণিক সমিতির সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাজহারুল ইসলাম রাসেল, সবুজ কুঁড়ি ক্লাবের সদস্য মারুফ বিন মারুফ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্যার এনাম ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ফাইন্যান্স ডিরেক্টর কামরুজ্জামান রাজু, স্যার এনাম ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ডেপুটি ডিরেক্টর রফিকুল ইসলাম রতন, স্যার এনাম ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ডেপুটি ডিরেক্টর নজরুল ইসলাম মিতন, সবুজ কুঁড়ি ক্লাবের আহবায়ক আবুল হোসেন লাভলু, মামুনুর রশীদ মামুন, সবুজ কুঁড়ি ক্লাবের সদস্য, তারেক বিন আব্দুল মালিক, আব্দুর রহমান,সামাদ খাঁন রায়েল, হাবিবুর রহমান সাহেদ, এমদাদুর রহমান, সাইফুল ইসলাম পাপ্পু, মোসাদ ইবনে আজাদ, ফরিদুর রহমান রাজিব, শাফিন মাহমুদ, রেশাদ আহমদ, সাঈদ খাঁন সাদি, রানিম আহমদ প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সানি জুটিকে হারিয়ে তফাদার টিলা জুটি জয়লাভ করে।
টুর্নামেন্টের প্রথম পুরষ্কার হিসেবে রয়েছে নগদ ১০ হাজার টাকা এবং ২য় পুরষ্কার নগদ ৫হাজার টাকা ।