সিলেটের জৈন্তাপুর থানায় টিলা ধসে শিশুসহ একই পরিবারের ৪ জন মৃত্যু বরন করেছেন।
৬ ই জুন সোমবার ভোরে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের সাতজনি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সাতজনি গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে জাবেদ আহমদ (৩৫), তার স্ত্রী সুমী বেগম (৩০), জাবেদ আহমদের ভাই জুবের আহমদের মেয়ে সাফি আহমদ (৫) ও মাওলানা রফিক আহমদের স্ত্রী শামীমারা বেগম (৪৮)।
এ তথ্য নিশ্চিত করে সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ সংবাদ মাধ্যমকে জানান, ভারী বর্ষণের কারণে ভোরে টিলা ধসে ঘরের উপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় শিশুসহ এই চার জনের মৃত্যু হয়।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, নিহতদের টিনশেড ঘরটি সাতজনি গ্রামে টিলার নীচে ছিল। রাতভর বৃষ্টি হওয়ার ফলে ভোরে টিলা ধসে ঘরের উপর পড়ে যায়।