সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৫৮ জন এবং একই সময়ে সুস্থ হয়েছেন ২৭৫ জন।
আজ শুক্রবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় পরিচালকের স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয় গত ২৪ ঘন্টায় বিভাগে ৭৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ১ হাজার ৯৬৭ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৩৮.৫৪ ভাগ।
এর মধ্যে সিলেট জেলায় ৪৬৫ জন শনাক্ত হয়েছেন। সুনামগঞ্জে ৫১ জন, মৌলভীবাজারে ১৯১ জন ও হবিগঞ্জে ৫১ জনকে শনাক্ত করা হয়েছে।
এনিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ২১৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৫৮৫ জন আক্রান্ত হন। সুনামগঞ্জে ৫ হাজার ১১৩ জন, মৌলভীবাজারে ৬ হাজার ২২১ জন ও হবিগঞ্জে ৫ হাজার ৩০০ জন শনাক্ত হন।
একই সময়ে বিভাগে ২৭৫ জন করোনা রোগী সুস্থ হয়ে ওঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ৩২ হাজার ৫০১ জন।
সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১৬ জন। এর মধ্যে ১৩ জনই সিলেট জেলা বাসিন্দা। ২ জন হবিগঞ্জের, অপরজন মৌলভীবাজারের।
এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৭ জনে। তন্মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬২২ জন মারা গেছেন। সুনামগঞ্জে ৫৫ জন, মৌলভীবাজারে ৬২ জন ও হবিগঞ্জে ৩৮ জনের মৃত্যু হয়েছে।