সিলেটের ওসমানীনগরে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী গৃহহীন ২০ পরিবারকে পাকা ঘর উপহার। পাকা ঘর পেয়ে খুশিতে আত্বহারা গৃহহীন পরিবার । প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাদের মাথা গুজার ঠাই হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দির্ঘায়ু কামনা করেন তারা।
মঙ্গলবার (১৯জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার তাজপুর ইউনিয়নের খাশিপাড়া দিঘিরপাড় ও দয়ামীর ইউপির ধিরারাইয়ে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমি ও গৃহহীনদের মধ্যে পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার। এই শ্লোগানের মধ্য দিয়ে মুজিবর্ষে সিলেটের ওসমানীনগরে ৫শ ৩৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার নান্দনিক ঘর প্রদান করা হবে।৫৩৩ পরিবারের মধ্যে ২১৫ পরিবারকে একক গৃহ এবং ৩১৮ পরিবারকে ব্যারাকে গৃহ প্রদান করা হবে। বর্তমানে ওসমানীনগরে ২০৭টি একক ঘর নির্মানাধিন রয়েছে। তাজপুরের খাশিপাড়া দিঘির পাড় ১০টি ঘর এবং দয়ামীর ইউপির ধিরারাইয়ে ১০টি ঘরের নির্মান কাজ শেষ হয়েছে।