সিলেটের ওসমানীনগরে বালাগঞ্জ-ওসমানীনগর খেলোয়াড় কল্যাণ সংস্থা’র ১১তম ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২০ ডিসেম্বর স্থানীয় মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা।
বিশেষ অতিথি ছিলেন, ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ এস এম মাঈন উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,স্থানীয় ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী,মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ হাসান,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি চঞ্চল পাল, স্থানীয় ইউপি সদস্য খালেদ আহমদ খুকু। উপস্থিত ছিলেন, উপজেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ মুহিব হাসান, উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, ওসমানীনগর থানার ওসি তদন্ত মাসুদুল আমিন, মানবাধিকার সংগঠক সৈয়দ মুসলেহ উদ্দিন, সাবেক ফুটবলার আইন উদ্দিন,খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি আখতার আহমদ,নুনু একাডেমির পরিচালক আলী আমজদ নুনু,সহ সভাপতি রফিক মিয়া,যুবরীগ নেতা মঈন উদ্দিন মোহন,রাজু আহমদ,ফয়ছল আহমদ,জুমন আহমদ,উপজেলা ক্রীকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমির খান প্রমূখ।
উদ্বোধনী খেলায় পৈলনপুর রুহুল আমিন ফুটবল একাডেমি ১-০ গোলে চরইসবপুর কুসুমকলি স্পোটিং ক্লাবকে পরাজিত করে।