শীতের শেষ বিকেলে প্রকৃতিতে কড়া নাড়ছে ফাল্গুন। ফাল্গুন আসার আগেই প্রকৃতিতে বিরাজ করছে বসন্তের আমেজ।
করোনা মহামারীর জন্য গোটা পৃথিবী থমকে গেছে। এসেছে করোনা ভাইরাসের টিকা, চলছে প্রয়োগ। এতে থমকে যাওয়া প্রাণ এবং প্রকৃতি ফের পুরনো রূপে ফিরতে শুরু করেছে। দমবন্ধ পরিবেশের সমাপ্তি ও প্রকৃতিতেও এসেছে পরিবর্তন।
এই পরিবর্তনের মধ্যেই রোববার ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ঋতুরাজ বসন্ত মাস। ফুলের সৌরভে মেতে উঠবে চারপাশ। গাঁদা ফুলের রঙেই সাজবে তরুণীরা। পরবে বাসন্তী রঙের শাড়ি। খোঁপায় গুঁজবে ফুল, মাথায় টায়রা আর হাতে পরবে কাচের চুড়ি। সব মিলিয়ে শীতের আড়ষ্ঠতা ভেঙে বসন্ত আর ভালোবাসায় ডাকছে শিমুল বাগান।
এমনিতেই বসন্ত এলেই প্রকৃতি নিজ রূপে সেজে উঠে। হয়ে উঠে প্রাণচাঞ্চল্য। এবারও তার ব্যতিক্রম নয়। এবার যেন প্রকৃতি একটু বেশিই সেজেছে। ভেঙেছে শীতের আড়ষ্টতা। গাছে গাছে এসেছে নতুন পাতা, স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীর গতিময় বাতাস জানান দেয় নতুন লগ্নের।ফাল্গুনের আগমনে পলাশ, শিমুল গাছে লেগেছে আগুনে খেলা।
ঋতুরাজ বসন্তের আগমণে “আলোকিত সিলেট” এর সকল পাঠককে জানাই বসন্তের শুভেচ্ছা ও অভিনন্দন।