সনাতন ধর্ম যাজকদের অন্যতম- ‘পদাবলী কির্তনীয়া’দের সমন্বয়ে গঠিত মৌলভীবাজার জেলা শ্রীশ্রী চৈতন্য সংকীর্তন সেবা সংঘ এর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৭মে ২০২২ শুক্রবার, মৌলভীবাজার এর সৈয়ারপুরস্থ শ্যাম সুন্দর জিউর আখড়া প্রাঙ্গনে সংগঠনের সম্পাদক শ্রী বিকাশ চন্দ পাল এর সঞ্চালনায় শ্রীশ্রী চৈতন্য সংকীর্তন সেবা সংঘের সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্রী ননী গোপাল চক্রবর্তী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী চৈতন্য সংকীর্তন সেবা সংঘের উপদেষ্টা শ্রীযুক্ত ভজন গোস্বামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত সজল মালাকার, শ্রীযুক্ত অধির সেন, শ্রীযুক্ত গণেশ শিল, শ্রীযুক্ত গৌরাঙ্গ মালাকার প্রমুখ।
সম্মেলনে পুরাতন কমিটি বিলুপ্ত করে সাব কমিটির মাধ্যমে সংগঠনের নতুন কার্যকরী কমিটি ঘোষনা করা হয়। শ্রীশ্রী চৈতন্য সংকীর্তন সেবা সংঘ এর নতুন কমিটি নিম্নরুপ-সভাপতি-শ্রীযুক্ত ননী গোপাল চক্রবর্তী,সহ সভাপতিঃ শ্রীযুক্ত প্রমোদ রঞ্জন নাথ,শৈলেন্দ্র দেবনাথ,মদনমোহন দাস,নারায়ন পাল,সাধারণ সম্পাদকঃশ্রীযুক্ত বিকাশ পাল,সহ-সাধারন সম্পাদক ঃবিশ্বজিত দে,বিদ্যুৎ মল্লিক, সুরঞ্জিত দেব বিষ্ণু।
সাংগঠনিক সম্পাদক ঃশ্রীযুক্ত দিপাল চক্রবর্তী,সঞ্জয় মালাকার,কোষাধ্যক্ষ ঃশ্রীযুক্ত কিশোর দেব,সহ কোষাধ্যক্ষ ঃরবীন্দ্র দেবনাথ।প্রচার সম্পাদক ঃশ্রীযুক্ত নিরেশ চন্দ্র নাথ,সহ প্রচারঃশুভ রায়।দপ্তর সম্পাদক ঃশ্রীযুক্ত প্রজেশ দাস,গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ঃশ্রীযুক্ত নারায়ন মল্লিক সাগর,সহ গ্রন্থ প্রকাশনাঃশংকু দাস,সাংস্কৃতিক সম্পাদক ঃশ্রীযুক্ত সুমন ভট্টাচার্য, সহ সাংস্কৃতিক সম্পাদক ঃনিতাই মল্লিক সৃজন,ত্রান ও সমাজ কল্যান সম্পাদক ঃ দাস রুবেল,মহিলা বিষয়ক সম্পাদিকাঃশ্রীমতি সুপ্তা রানী দাস,সহ মহিলা সম্পাদিকাঃস্মৃতি রানী দাস।
কমিটি গঠন শেষে উপদেষ্টাগন নবনির্বাচিত কার্যকরী কমিটির কাছে পুর্নাঙ্গ কমিটি গঠনের ক্ষমতা ন্যাস্ত করেন।