ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলের সেন্ট্রাল রোডের ব্যবসায়ী ও কলেজ রোড নিবাসী লক্ষ্ণণ পালের রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ। পরিবার থেকে জানা যায় শুক্রবার (১২ মার্চ) পাওনা টাকা আনতে মৌলভীবাজার জেলার রাজনগরে গেলে অনেক রাত পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবার চিন্তিত ছিলো। রাত আনুমানিক ৪ টার দিকে রাজনগর থানার অফিসার ইনচার্জ ফোন দিয়ে পরিবারকে জানান, একটি লাশ পাওয়া গেছে এবং লাশের সাথে মোবাইল ফোন পাওয়া গেছে। তখন রাজনগর থানা পুলিশের মাধ্যমে লাশের একটি ছবি পাঠানো হয় ।
রাজনগর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমরা বিষয়টি তদন্ত করছি। বর্তমানে লাশ রাজনগর থানার রয়েছে আমরা পরিবার কে জানিয়েছি।