মুজিববর্ষ উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ড. মোঃ আব্দুস শহীদ এমপির পক্ষ থেকে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের সঞ্চালনায় কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি কাওসার ইকবাল, সিনিয়র সদস্য সরফরাজ আলী বাবুল, দৈনিক খোলাচিঠি ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ রকিব, কোষাধ্যক্ষ সৈয়দ সায়েদ আহমদ,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।