পটুয়াখালীর দুমকি উপজেলার আওতাধীন শেখ হাসিনা সেনানিবাসে পাংগাশিয়া ইউনিয়নের ১,২,৩নং সিটের সকল জমি ও আংগারিয়া,লেবুখালীর কিছু জমি অধিগ্রহণ করে সেনানিবাসে কার্যক্রম চালালেও এখন পর্যন্ত ভুক্তভোগী জনসাধারণের টাকা হাতে না পাওয়ায় ১৭ নভেম্বর সকাল ১০.৩০ মিঃ প্রেসক্লাব দুমকির হল রুমে এক সাংবাদিক সম্মেলন করেন ভুক্তভোগী জনসাধারণ।
ভুক্তভোগী মহলের পক্ষে বক্তব্য রাখেন আবদুল হক তালুকদার । তিনি বলেন ৯৯০ টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সেনানিবাস হওয়ার কারনে নির্মাণাধীন কার্যক্রমে এগিয়ে আমন ফসল উৎপাদনের পূর্বে কাজ করতে দিয়েছেন।
বাকেরগঞ্জের এলাকার বাসিন্দারা তাদের পুনরায় টাকা পেলেও দুমকির ৯৯০ টি পরিবার টাকা পাননি। তাদের ফসলী রেকর্ডের জমি অধিগ্রহণ দিয়ে অদ্য পর্যন্ত কোন অর্থ পাননি। পরিবার গুলো মানবেতর জীবন যাপন করছে। এবিষয়ে তারা বারবার কর্তৃপক্ষের কাছে গিয়ে কোন সুরাহা পাননি বলে জানান ভুক্তভোগী সোহরাব হোসেন তালুকদার। পরিবার গুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।