সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে পূনরায় নির্বাচন করার প্রত্যাশা করছেন সাবেক ছাত্রনেতা, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্হ্য ও জনসংখ্যা বিষয় সম্পাদক, লামাকাজী রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাশীন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত নৌকা’র মাঝি ড আলহাজ্ব শাহনুর হোসাইন ।
সাংবাদিকদের তিনি বলেন আমি বিগত নির্বাচনে ক্ষমতাশীন দল বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়নে নির্বাচন করেছি, তাই এবার ও আশা করি গনতন্ত্রের মানষ কন্যা, দলীয় সভানেত্রি জননেত্রী শেখা হাসিনা আমাকে নৌকা প্রতিকে আবারো নির্বাচন করার সুযোগ দিবেন, তিনি বলেন আমি আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, সম্মানিত কাউন্সিলরগন সহ তৃণমূল নেতৃবিন্দের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি তাই আমি আশাবাদী তৃণমূল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিয়ে নির্বাচন করার সুযোগ দিবেন।
তিনি আরো বলেন, স্বাধীনতার পক্ষের ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় ঘটাতে হবে এবং উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় ব্যতিত বিকল্প নাই।
বিষয়টি বিবেচনা করে সকলকে ঐকবদ্ধ হয়ে অপ-শক্তির বিরুদ্ধে লড়াই করে মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকার বিজয় উপহার দিতে হবে। তাই জনগনের ভোটে চেয়ারম্যান হতে পারলে তিনি লামাকাজী ইউনিয়নকে একটি মডেল পরিচ্ছন্ন ও ডিজিটাল ইউনিয়ন পরিষদ উপহার দিবেন বলে ও আশাবাদ ব্যক্ত করেন ।