শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন পরিস্থিতির প্রতি সংহতি জানিয়ে কেন্দ্র ঘোষিত প্রতিকী অনশন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুমকি উপজেলা ও সরকারি জনতা কলেজ শাখা।
২৫ জানুয়ারি মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সরকারি জনতা কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।
ছাত্রদলের প্রতীকী এই অনশনে দুমকি উপজেলা ও সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে। প্রতীকী অনশনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার,সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোঃআরিফ হোসেন আরাফাত (আরিফ মৃধা)উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ,যুগ্ম আহবায়ক সাইফুর রিয়াজ,যুগ্ম আহবায়ক মোঃমিজানুর রহমান হোসেন,সদস্য কিবরিয়া,আরিফ মিনা,ছাত্রদল নেতা সাইফুল,ইনসান,বাবু,সজিব হোসেন,নাজিউর প্রমুখ।
অনশনে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবী জানান এবং ভিসির পদত্যাগের দাবীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে তার প্রতি সংহতি প্রকাশ করেন।
পরে পানি পান করিয়ে ছাত্রদলের টানা ৬ঘণ্টার প্রতিকী অনশন ভাঙ্গান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,সাবেক শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান,উপজেলা বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক সাইফুল আলম মৃধা,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক,উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হাওলাদার,উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ মৃধা,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন,সাখাওয়াত হোসেন,সহিদ সরদার,যুবদল নেতা ফারুক হোসেন,উপজেলা তাঁতীদলের সদস্য সচিব জাহিদ খাঁন।
উলেখ্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বিভিন্ন অব্যবস্থাপনার সমাধান ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর পদত্যাগের দাবীতে শাবির শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে।