ইকবাল আহমদ লিমনঃ মানুষ ও মানবতার কল্যাণে কাজ করে যাওয়া সামাজিক সংগঠন গুলোর মধ্যে অন্যতম একটি আদর্শিক সংগঠন ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন এবং তাদের অংঙ্গসংগঠন” সিলেট মিডিয়া কর্পোরেশন”
শততম প্রোগ্রাম কে সামনে রেখে নানান কর্মসূচি হাতে নিয়েছে সংগঠন টি।
সামাজিক ও মানবিক কাজের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিনিয়ত দেশ ও দশের কল্যাণে কাজ করে যাওয়া সংগঠন টি, ইতোমধ্যে তাদেরই আরেক একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘঠতে যাচ্ছে, “স্বেচ্ছায় রক্তদান সিলেট মিডিয়া ”
রক্তস্বল্পতা, ব্লাড ম্যানেজ,প্লাজমা ম্যানেজ, ইত্যাদি মানবিক কাজ করার জন্য সংগঠিত হয়েছে।
সব বাধা-বিপত্তি অতিক্রম করে এই অঞ্চলের সামাজিক সংগঠন গুলোর মধ্যে অন্যতম মানুষের হৃদয়ে স্থান করে নিচ্ছে ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন,
২০১৭ সালে গঠিত সংগঠন টি যোগ্য নেতৃত্ব আজ শততম পোগ্রাম বাস্তবায়ন করতে যাচ্ছে, এ অর্জন সম্ভব সত্যিকারের দেশপ্রেমিক রেমিট্যান্স যোদ্ধাদের আন্তরিক দ্বায়িত্ব কর্তব্য পালনের কারনে।
১৭ জুলাই ২০২১শনিবার সকাল ১১ টা সময়
শততম পোগ্রাম উদযাপন উপলক্ষে “অসহায় মানুষের জন্য বিনামূল্যে হাট বাজারের মেলা”
এবং স্বেচ্ছায় রক্তদান সিলেট মিডিয়ার আত্মপ্রকাশ হবে,
ফেঞ্চুগঞ্জ উপজেলা ৫টি ইউনিয়ন এর প্রতিবন্ধী, বিধবা ,বৃদ্ধা ও এতিমদের পাশাপাশি বিভিন্ন প্রতিবন্ধী ছিন্নমূল মানুষের মধ্যে ১পরিবারের মাঝে পবিত্র ঈদুল আযহার এর খাদ্য সামগ্রী বিতরণ করবে মানবিক সংগঠন টি,
আগামীতে এ-ই জনপদের প্রবাসীরা আরো উন্নয়ন মূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানব সেবার নজির স্থাপন করবে সেই প্রত্যাশা করছেন ফেঞ্চুগঞ্জ বাসী।