সফিকুল ইসলাম রাজাঃ সারা দেশে চলছে সরকার ঘোষিত সর্বাত্নক লকডাউন।
কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশের ন্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জেও চলছে কঠোর লকডাউন।
কঠোর লকডাউনের দ্বিতীয় দিন রোজ শুক্রবার (২রা জুলাই) সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের টিমের পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহলে নেমেছেন।
উপজেলায় সচেতনতা সৃষ্টি ও লকডাউনের নির্দেশনা মানাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এ কে এম মেহেদী হাসান, সেনানিবাসের সেনা কর্মকর্তা ও সদস্যদের মাঠে তৎপর দেখা গেছে।