হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় চাঁদাবাজি মামলায় ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ দেবকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার সকাল ১০টায় এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৯, সিপিসি-১ হবিগঞ্জ এর লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে শহরের ড্রাইভার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রসেনজিৎ দেব উপজেলা ছাত্রলীগের সভাপতি। তিনি পৌরসভার ১নং ওয়ার্ডের নুরপুর গ্রামের প্রিয়তোষ দেবের পুত্র।
র্যাব জানায়, আসামী প্রসেনজিৎ দেব চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। তাকে বেশ কিছু দিন ধরে খুঁজছিল র্যাব। মঙ্গলবার রাতে গোপন সংবাদে খবর পেয়ে র্যাব-৯, সিপিসি-১ হবিগঞ্জ এর লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে র্যাবের একটি অভিযান চালিতে তাকে গ্রেফতার করে। আসামীকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।