রাজশাহী মহানগরীর ট্রাক টার্মিনালে রাখা বিআরটিসির দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর আমচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ বলেন, ট্রাক টার্মিনালের ভেতর পার্কিংয়ে রাখা দুটি বাসের মধ্যে একটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটি পুরোটাই পুড়ে যায় এবং পাশে থাকা আরেকটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। এতে দ্বিতীয় বাসটি আংশিক পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।