মৌলভীবাজারের রাজনগরে হীড বাংলাদেশ মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায় ২০২১ সালের এস,এস,সি ও এইচ,এস,সি পরীক্ষায় জিপিএ ৫ ও জিপিএ ৪প্রাপ্ত মেধাবী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা এবং এককালীন উপবৃত্তি প্রধান করা হয়েছে।
৭জুন,২০২২ইং (মঙ্গলবার) রাজনগর সরকারি শিক্ষক কল্যান ভবনে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ব্যানারে ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান খাঁন।যদিও বিশেষ কারন বশত তিনি উপস্থিত হতে পারেন নি,কিন্তু মুঠোফোনে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জনাব বাবলু সূত্রধর,রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ ইউনুস প্রমুখ।
রাজনগর উপজেলার হীড বাংলাদেশের ৩টি ব্রাঞ্চের(রাজনগর,মুন্সিবাজার, পাঁচগাও) ২৪৮ জন কৃতি শিক্ষার্থীকে দেয়া হয় সংবর্ধনা ক্রেস্ট ও নগদ টাকা।তাদের মধ্যে জিপিএ ৫ প্রাপ্ত ১৩জন,জিপিএ ৪ প্রাপ্ত ৭০জন এবং সাধারণ পাসকৃত শিক্ষার্থী ১৩৪ জন।
জিপিএ ৫প্রাপ্ত শিক্ষার্থীদের নগদ ৫হাজার টাকা,জিপিএ ৪প্রাপ্তদের নগদ ৪০০০টাকা ও সাধারণ পাসকৃত শিক্ষার্থীদেরকে নগদ ২০০০টাকা করে মোট ৫লক্ষ ৯৭হাজার টাকার এককালীন উপবৃত্তি প্রদান করা হয়।
হীড বাংলাদেশ সিলেট-২ এর এলাকা ব্যস্থাপক জনাব মোঃ নুরুর রহমান এর সভাপতিত্বে, উপস্থিত অতিথিবৃন্দ উনাদের বক্তব্যে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেষনাদায়ক আলোচনা করেন।অতিথি বৃন্দ সকল শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে এবং শিক্ষা সংস্কৃতির বিকাশে অগ্রসর হতে অনুরোধ করেন।