সিলেটের বিশ্বনাথে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালামের উদ্যোগে উপজেলা ও পৌর এলাকার গরীব-অসহায় পরিবারের ৬০ জন সদস্যদের মধ্যে নগদ ৯ শত টাকা করে বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির ছিলেন বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য রাজুক মিয়া রাজ্জাক।
বুধবার ৩০ জুন উপজেলার রামধানা গ্রামস্থ প্রবাসী কালামের নিজ বাড়িতে হাজী মরতুর্জ আলী, মোছা. আমিরুন বিবি ও হাজী রহিম স্মরণে এই অর্থ বিতরণ করা হয়।
‘গরীব অসহায় কল্যাণ ফান্ড’ পরিচালনা কমিটির সভাপতি আবুল লেইছের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আসাদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন এলাকার মুরব্বী শামছু মিয়া লালা, ব্যবসায়ী হারুন মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী নুরুল ইসলাম, ‘গরীব অসহায় কল্যাণ ফান্ড’ পরিচালনা কমিটির সহ কোষাধ্যক্ষ তছির আলী, সহ সাংগঠনিক সম্পাদক রানা সরকার, সদস্য মঈন উদ্দিন, সংগঠক আব্দুল কাইয়ূম ও আব্দুল্লাহ।