যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ছাতকের আনিসুজ্জামান আজাদ।
৫ জানুয়ারি যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফজলুর রহমান (মধু) ওসাধারণ সম্পাদক সেলিম আহমদ খান তাকে ভারপ্রাপ্ত দায়ীত্ব প্রদান করেন।
সিলেট ‘ল’ কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস তখন কার মেধাবী ছাত্র বর্তমান যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আজাদ ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের ঘোড়া দেও গ্রামের কৃতি সন্তান। নবনির্বাচিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে প্রাণডালা অভিনন্দন জানিয়েছেন।
তাকে গুরুত্বপুর্ণ দায়ীত্ব প্রদান করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সঠক ভাবে দায়ীত্ব করার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন আনিসুজ্জামান আজাদ। মোবাইল ফোনে আলাপ কালে তিনি বলেন দেশে ফিরে ছাতক দোয়ারা বাসীর কল্যাণে কাজ করতে বেশ কিছু পরিকল্পনা নিয়েছেন।