মানবতার সেবায় নিয়োজিত জগন্নাথপুর ইয়াং স্টারের পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেল তলা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য ইয়াংস্টারের সহ-সভাপতি সুজাত মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১২ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপজেলা সদরের একটি পার্টি সেন্টারে সংবর্ধনা প্রদান করা হয়।
সুনামগঞ্জের জগন্নাথপুর ইয়াংস্টারের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদের পরিচালনায় আলোচনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সুজাত মিয়া।
বক্তব্য রাখেন, জগন্নাথপুর ইয়াংস্টারের উপদেষ্টা আকমল হোসেন ভূঁইয়া,নূর আহমদ রুদ্র, সাংগঠনিক সম্পাদক রনি রাজ, দপ্তর সম্পাদক শাহজাহান সিদ্দীকি, সদস্য জুয়েল হোসাইন, তৈয়বুর রহমান, জিয়াউল হক জিয়া প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মুজিবুর রহমান খোকন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল কাশেম। এসময় জগন্নাথপুর ইয়াংস্টারের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। পরে সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী সুজাত মিয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।