আদিল চৌধুরী, কানাইঘাট থেকেঃ যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করে গাছবাড়ি সচেতন শিক্ষার্থীরা।
আজ সোমবার (১৪ জুন) সকাল ১২ টায় কানাইঘাট এর গাছবাড়ি আইডিয়্যাল ডিগ্রী কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস ও মেধা শূন্য করার লক্ষ্যে একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। শিক্ষামমন্ত্রনালয় তা না বুঝেই তাদের কথামতো ছুটি বাড়াচ্ছে। এই ছুটিতে শিক্ষার্থীরা বেকারগ্রস্ত হয়ে পড়ছে। আত্মহত্যার মতো ঘটনা এখন পত্রিকার পাতা খুললে দেখা যাচ্ছে। এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে শিক্ষার্থীরা।
তারা আরও বলেন, সারাদেশের সবকিছু খুলে দেওয়া হয়েছে। বহির্বিশ্বের স্কুল-কলেজ স্বাস্থ্যবিধি মেনে খুলে দিচ্ছে। প্রয়োজনে একটি ব্রাঞ্চ খালি রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জোর দাবী করেন। অনলাইন ক্লাসের কথা বলে শিক্ষার্থীরা বিভিন্ন খারাপ সাইড ব্যবহার করে (ফ্রি-ফায়ার,টিকটক) ভয়াবহ অবস্থা বিরাজমান।