অবশেষে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ম্যানিফোল্ড পদ্ধতিতে পাঁচ শয্যার আইসিইউ’তে করোনা রোগীর উন্নত চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল১০.৩০ মিনিটে জেলা প্রশাসক মো. কামাল হোসেন, সিভিল সার্জন ডাঃ মো. জাহাঙ্গীর আলম ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়র ডাঃ আঃ মতিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় দেলোয়ার ও আঃ ছত্তার নামক দুই রোগীকে ভর্তি করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ শয্যার আইসিইউ তে করোনার রোগীর উন্নত চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়।
উক্ত পাঁচ শয্যার আইসিইউ তে করোনার রোগীর উন্নত চিকিৎসা কার্যক্রম পরিচালনায় প্রধান দায়িত্বে রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ হোসাইন আহমেদ। এ ছাড়া চিকিৎসা সেবার রয়েছেন সহকারী অধ্যাপক ডাঃ একেএম ফখরুল আলম, জুনিয়র কনসালটেন্ট (এ্যানেস্থেসিয়া) ডাঃ মোঃ হাবিবুর রহমান, সহকারী সার্জন (আরএমও) ডাঃ ফাতেমা তুজ জোহরা বৃষ্টি, মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল হক, সহকারী সার্জন ডাঃ মশিউর রহমান, সহকারী সার্জন ডাঃ বিকাশ রায়, সহকারী সার্জন ডাঃ শিরিন বকুল নিপা ও ডাঃ নুসরাত । পাঁচ শয্যার আইসিইউ এর ইনচার্জ ছিহিসেবে দায়িত্ব পালন করছেন মাহমুদা বেগম। থাকবে ১০জন নার্স। এ আইসিইউ চালু হওয়ায় পটুয়াখালীর মানুষের মধ্যে হতাশার রেশ কেটে গেছে বলে একাধিক জন সচেতন নাগরিক মন্তব্য করছেন।