মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নের রামভদ্রপুরে নির্বাচনী সহিংসতায় মারাত্বক আহত হয়েছেন হানিফ নামে এক পিকাপ ড্রাইবার।
হানিফের উপর হামলাকারীরা হলেন এলাকার শাহেদ তরফদার ও বকুল খান।উল্লেখ্য শাহেদ তরফদার ইউপি নির্বাচনে মেম্বার পদে অংশগ্রহন করে ঘটনার দিন পরাজিত হন।
পারিবারিক সত্রে জানা যায়,ঘটনার কালে হানিফ বাজার করে রাস্তা দিয়ে বাড়ি আসার সময় সন্ত্রাসী শাহেদ ও বকুল তার উপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমন করে।তারা তাকে এলোপাতাড়ি মারধর করে, মাথায় প্রচন্ড আঘাত লাগার ফলে হানিফ মারাত্মক আহত হন।
হানিফের ভাই সোহেল মিয়া বলেন আমার ভাই একজন নিরিহ মানুষ।তিনিই পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি।আমার ভাইয়ের উপর এই বর্বর হামলাকারীদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এদিকে ৩০ ডিসেম্বর ২০২১ তারিখে হানিফ মিয়া বাদি হয়ে রাজনগর থানায় শাহেদ তরফদার, বকুল খান,পারভেছ খান ও সমুজ মিয়ার নামে মামলা করেন।
ভুক্তভোগী হানিফের অভিযোগ পারভেছ ও সমুজ অপরাধীদের পালিয়ে যেতে মোটরসাইকেল যোগে সহযোগীতা করে।
উক্ত মামলাটি পরিচালনা করছেন, রাজনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ ফরিদ উদ্দিন।