আসন্ন ৩১ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সর্বস্হরের জনগন ও মুরব্বীয়ানদের সাথে নিয়ে ৪র্থ বারের মতো মনোনয়ন পত্র জমা দিয়েছেন চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।
রবিবার ২রা জানুয়ারী বিকাল ৩টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ারের হাতে ওই মনোনয়ন পত্র জমা দেন চেয়ারম্যান ধলা মিয়া।
এসময় সাথে ছিলেন গোবিন্দ গন্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখর দাস, শিল্টু বাবু, মাস্টার মো. রইছ উদ্দিন, মো. কাছা মিয়া, বিশিষ্ট শিল্পপতি বাবু শ্রী সুনিল কান্তি দে, মাওলানা মোতাহির আলী, মো. আব্দুর রউফ, মো. লুৎফুর রহমান, মো. শামছুজ্জামান, মো. একলাছ আলী, মো. আজাদ হোসেন মিটু, মো. মইজ উদ্দিন, মো. আরজদ আলী, মো. জিল্লুল হক, মেম্বার হাজী আব্দুস ছালাম, মো. রহিম উল্লাহ, মো. সমছু মিয়া, মো. মাহমুদুল ইসলাম মাহমদ, মো. শান্তি মিয়া, আনর মিয়া, মাস্টার শ্রীভাস পাল, নেপাল চন্দ্র দে, মো. আজাদুর রহমান আজাদ, জামাল আহমদ, রুকন উদ্দিন কিনু, হাজী আছকন্দর আলী, তুতা মিয়া, মদরিছ আলী, আব্দুল শহিদ, আব্দুর রহমান, আব্দুল ওয়াহিদ টিটন, ফয়ছল আহমদ প্রমুখ।