সুনামগঞ্জের ছাতকের জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মুক্তিযোদ্ধা কর্ণারে বীর মুক্তিযোদ্ধা মরহুম সুরুজ আলী ‘র ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ নভেম্বর বিকেলে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
জাউয়া বাজার ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র আয়োজনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাফিজ ইসলাম উদ্দিন’র পরিচালনায় অনুষ্টিত মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, লক্ষনসোম জামে মসজিদের ইমাম ও খতিব মাও, আবু তায়্যিব।
জাউয়া বাজার ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র আয়োজনে আলোচনা সভায় কমান্ড’র সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন’র পরিচালনায় ও জাউয়া বাজার ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর’র সভাপতিত্বে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা মরহুম সুরুজ আলী স্মরণে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র সহ-সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রুবেল, জাউয়া বাজার ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র সভাপতি কাওছার আহমদ, সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন, প্রচার সম্পাদক সেলিম আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা সানজিদা বেগম প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, সামাজিক সংগঠন জনতার স্বপ্ন’র প্রেসিডেন্ট প্রভাষক গৌছুল হক নাঈম, যুগ্ম মহাসচিব জিসান হাবিব,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জাহির, ছাতক উপজেলা আওয়ামী যুবলীগ’র অন্যতম নেতা হেলাল উদ্দিন, ইউপি সচিব কায়েছ মাহমুদ,মাও,শিব্বির আহমদ, উদ্যোক্তা নোমান আহমদ, মারুফ আহমেদ সহ পরিবারের পক্ষে সদস্যগন।