সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বালাগঞ্জ যুবলীগ নেতা মো. আবুল হোসেন।
বৃহস্পতিবার (১১ মার্চ) এক শোকবার্তায় তিনি বলেন, আর কোনদিন এমপি মহোদয়কে মঞ্চগুলোতে দেখা যাবেনা। অভিভাকত্বহীনতায় ভেসে বেড়াবে সিলেট তিন আসনের মাটি ও মানুষ।
তিনি সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহমুদ উস সামাদ চৌধুরী।