পটুয়াখালীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মদনমোহন জিউর আখড়াবাড়ী মন্দিরের সেবক ও কমিটির সদস্য শ্যামল কুমারকে মারধর করেছে মাদক সেবীরা। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা নেয়নি।
শনিবার দুপুরে এ হামলার ঘটনা হয় বলে জানায় মন্দির কমিটি। মদনমোহন জিউর আখড়াবাড়ি মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি তরুণ কুণ্ডু ও সাধারণ সম্পাদক অনিমেষ গুহ চঞ্চল অভিযোগে বলেন হামলাকারী যুবকরা মন্দিরের ভবনের ছাদে অবস্থান করে মাদক সেবন করে আসছে দীর্ঘদিন। প্রথমে তাদের মৌখিকভাবে নিষেধ করা হলেও তারা তা শোনেনি। পরে মন্দিরের ছাদে ওঠার দরজায় তালা লাগিয়ে দেয় মন্দির কমিটি।
পূর্বের ধারাবাহিকতায় শনিবার দুপুরে মন্দিরের ভবনের ছাদে ওঠার জন্য মন্দির পরিচ্ছন্নকর্মী রাখালের কাছে চাবি চায় খায়রুল ও তার বন্ধুরা। এতে রাখাল আপত্তি জানালে খায়রুল গং যুবকদের অকথ্য গালাগাল করে এসময় শ্যামল কুমার এগিয়ে এলে তাকে ও টানাহিঁচড়া করে। পরে ৯৯৯ নম্বরে কল করা হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।