লতিফিয়া ইমাম সোসাইটি সিলেটের বিশ্বনাথ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুম আব্দুল জলিল এর ঈসালে সাওয়াব উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার ২৩ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলার শহীদ গোলজারে আলম রহ. দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার কনফারেন্স হলরুমে অনুষ্টিত হয়।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ মাওলানা মর্তুজ আলী আমানতপুরী।
সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা গোলাম মোস্তফা’র সভাপতিত্বে ও হাফিজ আনোয়ার হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহ’র সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম, বিশ্বনাথ দক্ষিন উপজেলা তালামিযের সভাপতি হাফিজ হোসাইন আহমদ রাজন, উপজেলা সোসাইটির সিনিয়র সহ সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সহ সাধারন সম্পাদক মাওলানা হাফিজ ইসলাম উদ্দিন লতিফি, রামপাশা ইউনিয়নের সভাপতি মাওলানা মনছুর আহমদ বিপ্লবী, সহ সভাপতি মাওলানা বশির আহমদ, দৌলতপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম সেবুল।
শহীদ গোলজারে আলম মাদরাসার ছাত্র মাজহারুল ইসলামের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সহ প্রচার সম্পাদক মাওলানা মো. জামাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সোসাইটির বিশ্বনাথ উপজেলা শাখার অফিস সম্পাদক মাওলানা হাফিজ সাইফুর রহমান সালিক, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান আজাদী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজ আব্দুল কাইয়ুম, প্রচার সম্পাদক মাওলানা কামরুজ্জামান নেছার, সহ অফিস সম্পাদক মাওলানা মাসুক আহমদ, লামাকাজী ইউনিয়নের সহ সভাপতি মাওলানা আমিনুল ইসলাম সবুজ, সদর ইউনিয়নের সভাপতি মাওলানা হাফিজ আব্দুল ওয়াহহাব নোমানী, অলংকারী ইউনিয়নের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউল হক, রামপাশা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা তাজ উদ্দিন, উপজেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা হাবিবুর রহমান, হোসাইন মোহাম্মদ মানিক প্রমূখ।
ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মাদরাসার ছাত্র সালমান হোসাইন শাহান ও উপজেসা তালামিযের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সাইদ।