সিলেটের বিশ্বনাথ উপজেলায় মাহতাবপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত মধ্যমবার ফুটবল টুর্নামেন্টে ২০২১ এর প্রথম সেমিফাইনালে জুনিয়র ভাই ভাই মির্জার গাঁও বৃহত্তর ফতেপুরের মধ্যকার খেলা সম্পন্ন হয়েছে।
আজ সোমবার ২০ সেপ্টেম্বর বিকালে উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর মৎস আড়ৎ সংলগ্ন দক্ষিণের মাঠে ওই খেলা অনুষ্টিত হয়।
খেলায় জুনিয়র ভাই ভাই মির্জার গাঁও এর বিপক্ষে বৃহত্তর ফতেহপুর ১ গোলে জয়লাভ করে ১ম দল হিসাবে ফাইনালের টিকিট কনফার্ম করে।
খেলার মধ্য বিরতিতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সুনামগন্জর জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমদ।
আয়োজক কমিটির সভাপতি আমিনুল হক’র সভাপতিত্বে জুয়েল আহমদ এর ধারা বিবরনীতে এসময় উপস্হিত ছিলেন এলাকার প্রবিন মুরব্বি , সাংবাদিক ফারুক আহমদ, খেলা পরিচালনা কমটির সদস্য, ফারুক স্পোর্টস এর সত্তাধিকারী ফারুক আহমদসহ প্রমুখ।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের ও (সিলেট জেলা অনুর্ধ্ব -১৭ দলের অন্যতম) ছাদিক আহমদ এর হাতে সেরা খেলোয়াড়ের পুরুস্কার তুলে দেন।
উল্লেখ্য: আগামীকাল ২১ সেপ্টেম্বর মঙ্গলবার টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা অনুষ্টিত হবে।