ফারুক আহমদ: সিলেটে মদন মোহন বিশ্ববিালয়’র ইকনমিক্স ক্লাব’র শিক্ষার্থীদের পক্ষ থেকে হত-দরিদ্র ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার ১৬ জুলাই দুপুর ২.৩০ টায় নগরীর দরগা গেইট ও মানিক পীর টিলার ৩০০ জন হত-দরিদ্র ও পথ শিশুদের প্রত্যেককে দুপুরের খাবার (আখনী) ও খাবার জল বিতরণ করা হয়েছে।
খাবার বিতরণে উপস্থিত ছিলেন ইকনমিক্স ক্লাব এর সকল বর্ষের শিক্ষার্থীরা।