ছাতকে ভোট সেন্টারে রাতের আঁধারে তাবিজ রাখতে গিয়ে জনতার হাতে ধরা পড়লো দুইজন।
৯ নভেম্বর রাত ১১ টার দিকে দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট সেন্টারে ঘটনাটি ঘটেছে। একজন পথচারী দেখতে পায় রাতের আঁধারে মায়েরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাংঙ্গনে দুইজন লোক কি যেন করছে গিয়ে দেখে মাটির নিচে তাবিজ রাখছে তারা হাক ডাকে স্থানীয় লোকজন ছুটে এসে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা জানায় পীর সাহেব বলেছে ভোট সেন্টারে তাবিজ রাখতে পারলে বিজয় সুনিশ্চিত হবে তবে কোন প্রার্থী তাদেরকে তাবিজ রাখতে বলেছে ঘটনাকারী দুজন বলতে ইচ্ছুক নয়।
স্থানীয়দের ধারনা যেহেতু তারা যে সিএনজি যোগে তাবিজ রাখতে গেছে সেই সিএনজিতে ঘোড়া মার্কা প্রতীকের প্রোস্টার লাগানো রয়েছে ঘটনাটি ঘোড়া মার্কা প্রতীকে প্রতিদন্ধী প্রার্থী টাকার বিনিময়ে তাদেরকে করাতে বাধ্য করেছে।
ঘটনাকারী একজন মুনিরগাতি গ্রামের সিএনসি চালক আমিন উদ্দিন ওপড় জন দড়ার পাড় গ্রামের নুর ইসলাম বলে জানিয়েছেন স্থানীয়রা।