মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে থানার ট্রাফিক সার্জন নাহিদ পারভেজ চৌধুরী নিজের বেতনের টাকায় করোনা কালিন অতিমারিতে একজন ভিক্ষুক কে খাদ্য সামগ্রী কিনে দিয়েছেন।
মঙ্গলবার (৬জুলাই)দুপুরে ভিক্ষুক রবিউল (৩২) উপজেলা কাশিরামবেলপুকুর ইউনিয়নের সুতারপাড়া গ্রামে।
এ প্রসঙ্গে নাহিদ পারভেজ চৌধুরী বলেন, লকডাউন চলাকালীন একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক হলে তিনি জানান আমি কয়েকদিন থেকে ক্ষুধার্ত আছি। তার মলিন মুখ দেখে আর থাকতে পারিনি। তাই আমার সাধ্যমতে কিছু সামগ্রী কিনে দিয়েছি।
একজন পুলিশ সদস্যের মহানুভবতা সকল কে বিষ্মিত করেছে। ঘটনাটি দ্রুত শহরে ছড়িয়ে পড়ে। এর ফলে অনেকেই হয় তো লকডাউন চলাকালীন সময়ে অসহায় দুস্হ মানুষদের পাশে দাঁড়াতে উদ্ধুদ্ধ হবেন।