সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়া আদিবাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন৷
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার ডিবির হাওর এলাকার কেন্দ্রিবিল সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মকবুল আলী (২৮) চোরাকারবারের সাথে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে কেন্দ্রিবিল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে মটরশুটি নিয়ে ভারতে প্রবেশ করে একটি চোরাকারবারী দল৷ দুপুরে ফেরার পথে স্থানীয় খাসিয়া বাসিন্দারা গুলি ছুঁড়ে। এতে কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের জামাল মিয়ার ছেলে মকবুল আলী (২৮) নিহত হন৷ এসময় তার সাথে থাকা অন্যরা মকবুল আলীর লাশ ভারতের ভেতর থেকে সীমান্তের জিরো লাইনে রেখে পালিয়ে যান।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, খাসিয়াদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আমরা তার লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।
আলোকিত সিলেট/৪এপ্রিল/এমবিএইচ