বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখা উপজেলার শাহবাজপুর ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি,শাহবাজপুর বিডিসি ডট কম এর সম্পাদক ও প্রকাশক তোয়াহিদুর রহমান টিপু’র পিতা আব্দুল হাদী সাহেব ইহলোক ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
শনিবার (২৬ জুন) সকাল ৬:০০ঘটিকায় বোয়ালীস্থ নিজ বাস ভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
শনিবার দুপর ২:০০ঘটিকায় জানাজার নামাজ শেষে বোয়ালী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তোয়াহিদুর রহমান টিপু’র পিতা আব্দুল হাদী সাহেব এর মৃত্যুতে শাহবাজপুর ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক মতিউর রহমান জাকের এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শাহবাজপুর বিডিসি পরিবারের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।