ব্রাহ্মণবাড়িয়া সদরের কাজীপাড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ‘বন্ধু’র ছুরিকাঘাতে রোমান মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত হোসাইন মিয়াকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কাউতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোমান মিয়া (২০) ও আটক হোসাইন মিয়া (২২) কাউতলী এলাকার বাসিন্দা। দু’জন একই এলাকায় মাংস বিক্রির দোকানে কসাইয়ের কাজ করতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শুক্রবার রাত ৮টার দিকে শহরের কাজীপাড়ার ধোপাপাড়া মহল্লায় দুখু মিয়ার চায়ের দোকানে বসে চা পান করছিলেন রোমান মিয়া। এ সময় হোসাইন এসে রোমানের কাছে পাওনা ৪০০ টাকা চান। এ নিয়ে উভয়ের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হোসাইন তার সঙ্গে থাকা ছুরি দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই নিহত হন রোমান।
রোমানের মা আবেদা বেগম বলেন, হোসাইন আমার কাছে টাকার জন্য এসেছিল। তখন বলেছি, রোমান চায়ের দোকানে আছে। হোসাইন চায়ের দোকানে যায়। এর কিছুক্ষণ পরই শুনি ছেলেকে হত্যা করেছে হোসাইন। মাত্র ৪০০ টাকার জন্য ছেলেকে মেরে ফেললো। আমি ছেলে হত্যার বিচার চাই।
নিহতের বড় ভাই মো. রায়হান বলেন, তারা দু’জন বন্ধু ছিল। সবসময় একসঙ্গে চলাফেরা করতো। কয়েকটা টাকার জন্য সেই বন্ধুকেই হত্যা করলো হোসাইন।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফুজ্জামান বলেন, মৃত অবস্থাতেই ওই যুবককে হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনরা। তার বুকে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ইসিজি পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ঘটনার পর রাত পৌনে ১০টার দিকে হোসাইনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা করা হবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।