সিলেটের বিশ্বনাথ উপজেলায় ব্যাংক এশিয়ার ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ২রা ডিসেম্বর উপজেলা ডিজিটাল পোস্ট অফিসে কেক কেটে ওই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পোস্ট মাষ্টার মো. গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ পরিষদ বিশ্বনাথ ডিগ্রী কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সুন্দরবন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস (প্রাঃ) লিঃ এর বিশ্বনাথ প্রতিনিধি তপন কুমার দাশ, বিশ্বনাথ উপজেলা উন্নয়ন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ সুভাষ কুমার পাল, বিশ্বনাথ উপজেলা পোস্ট অফিসের পোষ্টাল অপারেটর আপেল মাহমুদ, সিলেট প্রধান ডাকঘরের উদ্যোক্তা বলরাম বণিক, পোস্টম্যান দেওয়ান আলী, শিক্ষার্থী লাভলী আক্তার, লাকী রাণী দাশ, ব্যাংক এশিয়া বিশ্বনাথ উপজেলা পোস্ট অফিসের পরিচালক কৃপেশ দেব নাথসহ পোস্ট অফিসের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেছেন, জনগণের দ্বারপ্রান্তে আধুনিক ব্যাংকি সেবা বিশ্বনাথ উপজেলা পোস্ট অফিসের মাধ্যমে ব্যাংক এশিয়া আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।