মোঃজাকির হোসেন,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন করা হয়েছে। সৈয়দপুর উপজেলা কামারপুকুর ইউনিয়নে (২৬জুন)শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে ৫০ টি বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিকো আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক প্রদীপ,অভিভাবক সদস্য সুদীর চন্দ্র সহ শিক্ষক শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতি জিকো আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বেশি বেশি করে গাছ রোপন করতে হবে।বাড়ির আশ পাশে গাছ রোপন করা আহবান করেন।
প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, সরকারি গাছ স্কুল মাঠে গাছ রোপন করা হয়েছে।