ফারুক আহমদ, সিলেট থেকেঃ সিলেটের বিয়ানীবাজারে বেপরোয়া অটোরিকশা সিএনজির ধাক্কায় শাহেদ আহমদ দিপু (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।
রোববার ১৩ জুন রাত আনুমানিক ১ ঘটিকায় বিয়ানীবাজার হাসপাতাল রোডে এ দূর্ঘটনা ঘটে।
নিহত যুবক পৌরশহরের নয়াগ্রামের স্হানীয় বাসিন্দা এবং তিনি হাসপাতাল রোডস্থ এ.আলী ফার্মেসীতে চাকরি করতেন।
জানা যায়, সাহেদ আহমদ দিপু প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিয়ে রাস্তার পাশে দাঁড়ালে বেপরোয়া ভাবে একটি অটোরিকশা সিএনজি এসে তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়।
পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে আহত অবস্হায় উদ্ধার করে বিয়ানীবাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের লাশ বর্তমানে বিয়ানীবাজার থানায় রয়েছে।