বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ এবং আধুনিক দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করছে।
এদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে আনন্দের সাথে নিজ ধর্মীয় উৎসব উদযাপন করেন। এদেশে হিন্দু-মুসলমানদের বিভিন্ন ধর্মীয় উৎসব একে অন্যের নিমন্ত্রণে সার্বজনীন হয়ে উঠে। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশ এখন সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) স্বরসতী পূজা উপলক্ষ্যে নগরীর চৈতারী সংঘ, মেঘনা সংঘ, কল্পতরু, জেলা প্রশাসন সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সদস্য জুমাদিন আহমেদ, ২নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, ছালেম আহমদ লিমন, পংকজ দাস, কেশব সেন, মদন মোহন কর্মকার, আবু মিত্র, রঞ্জন রায়, সুদীপ্ত দেব প্রনয়, মঈনুল ইসলাম প্রমুখ।