সিলেটের বিশ্বনাথে উপজেলার নিজামুল উলুম উচ্চ বিদ্যালয়ে উপজেলা পরিষদ ও সিলেট কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি ( জাইকা) অর্থায়নে ডেস্ক ও বেঞ্চ বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৩ জানুয়ারী উপজেলার দশঘর ইউনিয়নের মাছুখালিস্হ নিজামুল উলুম উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে ডেস্ক ও বেঞ্চ বিতরণ করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
বিদ্যালয়ের দাতা সদস্য দশঘর ইউনিয়ন পরিষদের মেম্বার জালাল উদ্দিন’র সভাপতিত্বে ম্যানেজিং কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হেলাল মিয়ার পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক হাজী আব্দুল মতিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেহান মাস্টার, যুক্তরাজ্য প্রবাসী আবুল হামিদ, যুবলীগ নেতা হাজী কামাল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া, উপজেলা যুবলীগ নেতা জমির আলী, জামাল আহমেদ ছাত্রলীগ নেতা রাজন আহমেদ, সুফিয়ান আহমদ, জাকির হোসেন, রেহান আহমেদ, জনি মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ছাত্র-ছাত্রীবৃন্দ।