সিলেটের প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার স্বনামধন্য যুগ শ্রেষ্ঠ অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান পাকিছিরি হুজুরকে বিশ্বনাথ দারুল উলূম ইসলামিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত করা হয়েছে।
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক প্রজ্ঞাপনে মাওলানা শফিকুর রহমান পাকিছিরি কে গভর্নিং বডির সভাপতি মনোনীত করার বিষয়টি নিশ্চিত করেছেন অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ।
অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ জানান- ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কর্তৃক প্রেরিত পত্র স্মারক নং -ইআবি/রেজি/-২৩/২০১৬/২৮৩৫, তাং ২৫ এপ্রিল ২০২২ ইং আদেশ, সিলেটের বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার প্রেরিত স্মারক নং ৬০১/২২, তাং ২৪/২/২২ এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য কর্তৃক মাওলানা শফিকুর রহমান, সাং পাকিছিরি, ডাক- রাজাগঞ্জ বাজার, উপজেলা – বিশ্বনাথ, জেলা- সিলেট-কে গভর্নিং বডির সভাপতি মনোনীত করা হয়।