মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ২য় সচিব (শ্রম) হিসেবে পদায়ন হওয়ায় সিলেটের বিশ্বনাথের বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক সুমন চন্দ্র দাশকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার ১৩ নভেম্বর সন্ধ্যা ৬ টায় উপজেলা বিআরডিবি কনফারেন্স হলরুমে উপজেলা পরিষদের পক্ষ থেকে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এসএম নুনু মিয়ার সভাপতিত্বে অনুষ্টানে বিদায়ী বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক সুমন চন্দ্র দাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব পংকি খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা এল জিডি প্রকৌশলী আবু সাঈদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছইফুল হক, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আব্দুর রহমান মুছা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খায়রুজ্জামান, জনস্বাস্থ্য অফিসার সনজিত চন্দ্র সরকার, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. দবির মিয়া, উপজেলা স্হেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা জমির আলী প্রমুখ।