সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া’র মা গুরুতর অসুস্হ হয়ে সিলেট নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার ৩১ ডিসেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া’র একান্ত ব্যক্তি বিশ্বনাথ পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া’র বরাত দিয়ে জানা যায়, চেয়ারম্যান (নুনু মিয়া) সাহেবের মা গত কয়েকদিন ধরে নগরীর ওই মেডিকেলে চিকিৎসাধীন আছেন, এমতবস্থায় তিনি (নুনু মিয়া) দেশ বিদেশে অবস্তানরত সকল শুভাকাংখিদের নিকট মায়ের সুস্হতার জন্য দোয়া চেয়েছেন।
তিনি বলেন ‘মহান আল্লাহ পাক যেন আমার মায়ের প্রতি রহম আর করম নাজিল করেন, তাই দোয়ার আরজ রইলো সবার কাছে। আমার মাকে যেন মহান রাব্বুল ইজ্জত সুস্হ্যতা ও রহম করেন। আমিন !