ফারুক আহমদঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার সাবেক ফুটবলার সিলেট জেলা রেফারি এসোসিয়েশন এর সদস্য শিহাব উদ্দিন’র স্থায়ীভাবে যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে লামাকাজী ক্রীড়া সংস্থা ও লামাকাজী ফুটবল একাডেমির বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শনিবার ৩রা জুলাই স্হানীয় উপজেলার লামাকাজীতে ওই বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সদস্য লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও লামাকাজী ক্রীড়া সংস্থার সভাপতি এনামুল হক এনাম, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ডের মেম্বার ফয়ছল আহমদ, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লামাকাজী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহির উদ্দিন, লামাকাজী ফুটবল একাডেমির সভাপতি রাসেল আহমদ, আওয়ামীলীগনেতা মোহাম্মদ আলী, সিলেট জেলা ছাত্রলীগের সহ সম্পাদক আকমল হোসাইন, শ্রমিকলীগ নেতা সেকুল ইসলাম অফিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।