সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সিঙ্গেরকাছ বাজার, মাছুখালি বাজার সড়কসহ সবকটি ভাঙাচোরা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকার সময় উপজেলার বাসিয়া নদীর সেতুর দক্ষিণমুখে বিশ্বনাথ সচেতন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।
এসময় কর্মসূচিতে মানবতার ঘর-সিঙ্গেরকাছ বাজার ও মানবসেবা ফাউন্ডেশনসহ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ নিজেদের ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।
আয়োজক সংগঠনের আহ্বায়ক ফজল খানের সভাপতিত্বে সদস্য সচিব আবদুল বাতিনের পরিচালনায় গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠক বিভাংশু গুণ বিভু, সিরাজুল ইসলাম, রওনক আহমদ এনাম, বিভাস দে, আমিনুল ইসলাম, মঈন উদ্দিন, ইকবাল আহমদ, হাবিব রহমান, নজরুল ইসলামসহ প্রমুখ।