ফারুক আহমদঃ চলমান করোনা সংকটে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৩ শতাধিক প্রতিবন্ধীদেরকে সরকারি সহায়তা হিসাবে চাল দেয়া হয়েছে।
আজ বুধবার ৭ জুলাই সকালে স্হানীয় উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মাধবপুর নামক স্থানে প্রতিবন্ধীদের মাঝে ওই চাল বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মো. আমির আলী, খাজান্সি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকারসহ প্রমুখ।