সিলেট বিভাগের প্রাচীনতম দ্বীনী প্রতিষ্ঠান সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা গভর্নিংবডির প্রায় ৩ যুগের সহ-সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক সদ্য প্রয়াত মাস্টার রইছ উদ্দীন (রহ.)’র ঈসালে সাওয়াব ও মাদরাসার কামিল ১ম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার্থীদের দুআ মাহফিল অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার ১২ মে সকাল ১১ টায় মাদরাসা কনফারেন্স হলরুমে ওই ইসালে সাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমানের সভাপতিত্বে ও কামিল শেষ পর্বের পরীক্ষার্থী ও ছাত্র সংসদের ভিপি মুহাম্মদ আলমগীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ বেতকোনী, সহকারি অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, মাওলানা মোহাম্মদ মুনির উদ্দীন, বাংলা প্রভাষক আলী নুর হোসেন বিপ্লব, সহকারি মৌলভী মাওলানা আ.জ.ম ছাইফুল আলম, গভর্ণিংবডির শিক্ষানুরাগী সদস্য এনামুল হক এনাম, বিশিষ্ট শিক্ষানুরাগী রফিক আহমদ।
কামিল শেষ ও ১ম পর্ব পরীক্ষার্থী ফারুক মাহদী ও দিলোয়ার হোসাইনের শুভেচ্ছা বক্তব্যে সূচিত মাহফিলে উপস্থিত ছিলেন প্রধান মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত, ইংরেজি প্রভাষক বিলাল হোসাইন, আরবি প্রভাষক মাওলানা তাজুল ইসলাম, ছাতক জালালিয়া ফাযিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আলী আসগর খান, শাহ সুফি মুজাম্মিল আলী দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা ছাদিকুর রহমান, চান্দু শাহ দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মোহাম্মদ খছরুজ্জামান, সহকারি মৌলভী মাওলানা মোহাম্মদ মিছবাহুদ্দীন, গভর্ণিংবডির অভিভাবক সদস্য আতাউর রহমান, মোঃ সোনাফর আলী, বিশিষ্ট মুরব্বী ইলিয়াছ আলী, আহমদ আলী, হাবিবুর রহমান মনু, মোঃ মশাহিদ আলী, ক্বারী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ভিপি মাওলানা হুসাইন আহমদ মাসরূর, মাওলানা শামীম আহমদ সহ প্রমুখ।